ফেনীতে মোমবাতির আগুনে পুড়ল ১৮ ঘর
- ফেনী অফিস
- ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৫১
ফেনী শহরের সহদেবপুর এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি বসতঘর। মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ফায়ার সার্ভিস ফেনী স্টেশনের সাব-কর্মকর্তা বিপ্লব চন্দ্র মালাকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সহদেবপুর এলাকায় মনছুর আলী কলোনিতে আগুন ধরে যায়। এতে ক্ষতিগ্রস্ত মজিবুর রহমান, বিল্লাল হোসেন, পারভীন আক্তার, সুমন, আল-আমীন, কবির, মিলন, শাহীনুর, রোজিনা, নাইম, আবুল কালাম, রিয়াজুল, হারুন মিয়া, রমজান আলী, আলমগীর, আবুল বাশার ও কাদেরের নাম জানা গেছে। তারা সবাই দিনমজুর। দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানায়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে সব পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের লোকজন ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি।