০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

‘প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে’

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ আইয়ুব মিয়া - ছবি : নয়া দিগন্ত

প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে মন্তব্য করে জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেছেন, ‘সবার আগে নিজকে সংস্কার বা পরিবর্তন করতে হবে। এজন্য প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। রাষ্ট্রের মেশেনারী হিসেবে কাজ করতে এই বিপ্লব চাঁদপুর থেকে শুরু হবে।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে চাঁদপুর জেলার গণ্যমান্য ব্যক্তি এবং সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জানা গেছে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জনপ্রশাসনের আধুনিকায়নের লক্ষ্যে সারাদেশে মতবিনিময় সভার আয়োজন করছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

এ সময় সভায় বক্তব্য দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের কমিশন সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো: হাফিজুর রহমান ভূঞা, বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, সিভিল সার্জন ডা: নুর আলম দ্বীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ সোয়াইব আহমেদ, সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি শেখ জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের সম্পাদক তোফায়েল আহমেদ।


আরো সংবাদ



premium cement