কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত বদরখালী প্যারাবনে তুলে নিয়ে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে বদরখালী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বদরখালী ষ্টেশনে ও কক্সবাজার সদরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলেন বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়াড়ের মোহাম্মদ ইছহাকের ছেলে মোহাম্মদ কাজল (২০), ১ নম্বর ওয়ার্ডের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ শাহজাহান (২৮) ও ৩ নম্বর ওয়ার্ডের মরহুম ইজ্জত আলীর ছেলে মোহাম্মদ বশিরক(৪৫)। বাকীদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার রাতে ওই কিশোরী চট্টগ্রামের বাঁশখালী থেকে সিএনজি গাড়িতে করে নিজ বাড়ি মহেশখালী যাচ্ছিলেন। এ সময় বদরখালী সেতুর পাশে প্যারাবনে তিনি গণধর্ষণের শিকার হন।
ভুক্তভোগী কিশোরী জানান, ‘ওই দিন রাত ১০টার দিকে তাকে মুখ বন্ধ করে নিয়ে যায় পাশের প্যারাবনে। এ সময় ছয় থেকে সাতজন যুবক তাকে পালাক্রমে গণধর্ষণ করে।’
পরে ওই কিশোরীকে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা