নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু
- নোয়াখালী অফিস
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩২
নোয়াখালীতে মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
গত সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে একই দিন সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কিরণ (৬০) জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের টুকা মিয়া হাজী বাড়ির মরহুম আবদুল মান্নানের বড় ছেলে।
তিনি দৈনিক সমাজ সংবাদের কবিরহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নানা সামাজিক-মানবিক কাজেও জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কবিরহাট থেকে মেয়ের জন্য গাইড বই কিনতে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরকিশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। রাত ২টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা