চকরিয়ায় বন্য হাতির আক্রমণে যুবক নিহত
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩১, আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (পুতু) (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদুল আলম ওই এলাকার মরহুম আলী আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, পাহাড়ে খাবার না পেয়ে দলছুট একটি বন্য হাতি খাবারের খোঁজে সোমবার রাত ১১টার দিকে লোকালয়ে চলে আসে। এ খবর পেয়ে এলাকার লোকজন বন্য হাতিটিকে তাড়াতে এগিয়ে এলে হঠাৎ হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণে শিকার হন। পরে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলছুট একটি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবগত করা হয়েছে।
আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা