০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কাজ থেকে লাশ হয়ে ফিরল রুবেল

ট্রক্টরচালক নিহত রুবেল মিয়া - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর খাদে পড়ে রুবেল মিয়া (৩০) নামে এক ট্রক্টরচালক নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে খলিলপুর গোমতী সেতুর দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের মরহুম শাম মিয়ার ছেলে। তার তিনজন ছেলে আছে বলে জানা গেছে। শাম মিয়ার বড় ছেলে মো: নয়ন মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ভোরে হামলাবাড়ি এলাকার বালুমহাল থেকে ভিটিবালু ট্রাক্ট্ররে বোঝাই করে খলিলপুর এলাকায় যাওয়ার সময় খলিলপুর সেতুতে উঠার জন্য বামে বাঁক নেয়। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে খাদে পড়ে গেলে রুবেল ছিটকে গিয়ে ট্রাকের নিচে পড়ে মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেলের মা আলেয়া বেগম জানান, ভোর ৬টার দিকে রুবেল আমাকে বলে, ‘মা আমি কাজে যাচ্ছি, পরে সাড়ে ৭টার দিকে খবর পাই রুবেল ব্রিজের কাছে এক্সিডেন্ট করেছে। খবর পেয়ে সেখানে গিয়ে শুনি এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে ছেলের লাশ নিয়ে আসছে বাড়িতে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো: ইলিয়াস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement