০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি বন্ধুক ও পাঁচটি দেশীয় ধারালো অস্ত্রসহ সালাউদ্দিন খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) রাতে ফকিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সালাউদ্দিন উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর (কালিয়ারতল) গ্রামের শাহজাহান খানের ছেলে।

আটক যুবকের দেয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে। এ সময় আটক যুবকের একাধিক সহযোগী পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ২৩ বীরের চৌদ্দগ্রাম ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে স্থানীয় লন্ডনী বাড়ি নামে পরিচিত একটি বাড়িতে সন্ত্রাসীদের টর্চার সেল হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।

সেনা কর্মকর্তা মেজর মাহিন জানান, এই টর্চার সেলে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে এনে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর রোববার (৫ জানুয়ারি) রাতে তারা অভিযান পরিচালনা করে।

আটক সালাউদ্দিন খানের বিরুদ্ধে গোপনে অস্ত্র রাখার অভিযোগ ছিল। আসামির দেয়া তথ্য অনুযায়ী, পরবর্তীতে তার বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দু’তলা ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভবনটি ওই গ্রামের রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।

মেজর মাহিন আরো জানান, সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার সালাউদ্দিন খানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, ‘রাতে সালাউদ্দিন খান নামের একজনকে অস্ত্রসহ আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।’


আরো সংবাদ



premium cement
হাসিনা-রেহানা-জয়-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে পরীক্ষিত ও স্বীকৃত বিচার হবে : অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মেসি ও সুয়ারেজের সাথে আবারো দেখা যাবে নেইমারকে! সাবেক ওসি নেজাম উদ্দিনকে মারধরের ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সব পাঠ্যবই ছাপা কখন সম্ভব হবে? মিরসরাইয়ে আগুনে পুড়ল বসতঘর ও গবাদি পশু বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক সাবেক এমপি আবুল কালাম আজাদের নামে দুদকের মামলা

সকল