০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ফুলগাজীতে ভাঙচুর-বিষ্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর ফুলগাজীতে ভাংচুর-বিষ্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রোববার রাতে তাকে সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, নুরুল ইসলাম ফুলগাজী থানায় দায়ের করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাবের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো: সাদমান সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র‌্যাবের একটি দল ঘনিয়ামোড়া চৌমুহনী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনী থেকে গ্রেফতার এড়াতে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আদালতের মাধ্যমে নুরুল ইসলামকে কারাগারে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement