০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত তুহিন - ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে রেললাইনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে তুহিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলকরা রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের ইলিয়াছের ছেলে। স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিক মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের চাচা ছোটন মিয়া জানান, তুহিন রেললাইনের উপর মোবাইলে গেমস খেলছিলো। এ সময় চট্টগ্রাম থেকে লাকসামগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম জিআরপি থানার ডিউটি অফিসার ইমরান হোসেন জানান, ‌‘সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি।’


আরো সংবাদ



premium cement