০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে যৌথ অভিযানে ৪ লাখ ইট জব্দ

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে ‘কে আর ই’ ইট ভাটায় যৌথ অভিযান চালিয়ে ৪ লাখ ইট জব্দ করা হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ইতুর নেতৃত্বে ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো: রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং ফায়ার সার্ভিসসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কে আর ই ইট ভাটার আনুমানিক ৩ লাখ পাকা ইট এবং ১ লাখ কাঁচা ইটের পাশাপাশি ৫ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। ইট ভাটায় অভিযান শেষে আজুখাইয়া এলাকায় দু’টি অবৈধ করাতকলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো: রেজাউল করিম বলেন, ‘পরিবেশ নষ্টকারী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আরো সংবাদ



premium cement