০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

দাগনভূঞার বিশিষ্ট আলেম হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল

দাগনভূঞায় হাফেজ রুহুল আমীনের নামাজে জানাজা। ইনসেটে হাফেজ রুহুল আমীন। - ছবি : নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা আহমাদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক, বহু হাফেজ-আলেমের শিক্ষক হাফেজ রুহুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান।

বাদ আছর দাগনভূঞা আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বি‌ভিন্ন শ্রেণি‌পেশার ক‌য়েক হাজার মানুষ অংশ নেন।

মৃত্যুকালে হাফেজ রুহুল আমীন ছয় ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের স্ত্রী হাফেজ শিরিন আক্তার ২০১৭ সালে ইন্তেকাল করেন।

কোরআনের হাফেজ তৈরিতে নিবেদিত প্রাণ হিসেবে হাফেজ রুহুল আমীনের নাম এলাকায় ব্যাপক সমাদৃত। তি‌নি প্রায় ৪০ বছর ধ‌রে দাগনভূঞার ক‌রিমপ‌ু‌রে লাল মস‌জি‌দের খ‌তিব হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তার হাতে তৈরি বহু কোরআনের হাফেজ ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে দেশ বি‌দে‌শে কাজ করছেন।


আরো সংবাদ



premium cement