০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

টেকনাফে সোয়া ৩ লাখ ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিকসহ আটক ২

টেকনাফে সোয়া ৩ লাখ ইয়াবা জব্দ, মিয়ানমারের নাগরিকসহ আটক ২ - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ উপকূলে পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ২৫ হাজার ইয়াবা এবং মুদ্রাসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍‍্যাব।

রোববার (৫ জানুয়ারি) টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টিম নাফ নদীর হ্নীলা পয়েন্টে অভিযান চালায়। এ সময় বাংলাদেশে পাচারের সময় দু’লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। আটক শুক্কুর (২১)-এর বাড়ি রাখাইনের নাফফোরা গ্রামে। তিনি সালেহ আহমেদের ছেলে।

কর্নেল আশিকুর আরো জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে। জব্দ ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।

অপর দিকে কক্সবাজার র‍‍্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মধ্যম জালিয়াপাড়ার একটি বসতবাড়িতে ইয়াবা কেনাবেচার খবর পায় র‍‍্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে বসতবাড়ি তল্লাশি করে ৯৫ হাজার ১৩৫ পিস ইয়াবা, মাদকবিক্রির চার লাখ ২০ হাজার টাকা এবং মায়ানমারের মুদ্রা পাঁচ লাখ পাঁচ হাজার কিয়াট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নজরুল ইসলাম (৪১) চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ছখিনা বাপের পাড়া এলাকার মরহুম জালাল উদ্দিনের ছেলে।

র‍‍্যাবের এই কর্মকর্তা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম র‍‍্যাবকে জানিয়েছে, তিনি পাঁচ বছর আগে টেকনাফে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির সুবাদে তার শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি মাদককারবারে জড়িয়ে পড়ে এবং সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে কক্সবাজারসহ আশপাশের এলাকায় বিক্রি করে।


আরো সংবাদ



premium cement