ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধের সৃষ্টি করা হয়।
এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় গিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন। এ সময় মহাসড়কের উভয়পাশে দু’কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, ছাত্রলীগ মিছিল করা মানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেফতারে পুলিশের দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জাানান, ‘একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও দায়ের হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম দেন। অন্যথায় আবার আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন।’
উল্লেখ্য যে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগ। রাতেই জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন।
এতে দেখা যায়, মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা শ্লোগান দেয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক এমপি উবায়দুল মোক্তাদিরের মুক্তির পক্ষে শ্লোগান দেয়। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা