০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শ্রমজীবী ও মেহনতী মানুষরা দেশ গড়ার কারিগর : শামসুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আ ন ম শামসুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

শ্রমজীবী ও মেহনতী মানুষরা দেশ গড়ার কারিগর মন্তব্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘এই দেশে শ্রমিক ও মেহনতী মানুষ একটা বড় অংশ। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৬০ ভাগের অধিক হচ্ছে শ্রমজীবী ও মেহনতী। এই শ্রমজীবী ও মেহনতী মানুষ হচ্ছে দেশ গড়ার, দেশ পরিচালনা ও উন্নয়নের কারিগর।’

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাতকানিয়া রিসোর্ট কমিউনিটি সেন্টার হল রুমে সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘শ্রমজীবীরা আছে বলেই আমরা ধান পাচ্ছি, ফসল পাচ্ছি এবং জীবন নিয়ে বেঁছে থাকতে পারছি। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আমরা মানুষের কোনো মতবাদ চাই না। আমরা চাই কোরআন ও সুন্নাহর আইন। মানুষের জীবন বিধানকে পরাজিত করে আল্লাহর দেয়া বিধানকে বিজয়ী করা ছিল নবী-রাসূলদের কাজ। আর এই নবুয়তের কাজ করতে গিয়ে অনেক নবীকে অত্যাচারিত হতে হয়েছে এবং বিনা কারণে অনেক নবীদেরক হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশেও আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়ে অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে কাউকে ফাঁসিতে ঝুঁলিয়েছে এবং কাউকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘদিন কারাগারে রেখে শেষ পর্যন্ত চিকিৎসার নামে হাসপাতালে এনে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। লাখ লাখ মানুষ যার বয়ান শুনে হেদায়ত ও ইসলামের পথে এসেছে। আল্লাহ রাব্বুল আলামীন সবকিছুর মালিক তিনি সবকিছু দেখেছেন। দুঃশাসন থেকে মুক্ত হয়ে সুশাসন পেতে হলে আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান কায়েম করা ছাড়া মানুষের শান্তির আর কোনো ঠিকানা নাই।’

সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফোরকান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো: মোক্তার হোসেন সিকদার, সাতকানিয়া উত্তর সাঙ্গু সাংগঠনিক থানার প্রধান উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট মো: ইলিয়াছ।

এ সময় সম্মেলনে মো: ফোরকান আজাদকে সভাপতি ও মো: ইউনুচকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন।


আরো সংবাদ



premium cement