০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ছোট ফেনী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের গোপালগাও গ্রামের ছোট ফেনী নদী থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল ১০টায় ওই এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই গ্রামের শরিয়ত উল্যাহ মেম্বারবাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীতে ভেসে আসা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সোনাগাজী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ১০টায় ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে। পরে লাশটির মালিকানা শনাক্ত করতে না পেরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা লাশটি গত তিন থেকে চারদিন আগের হতে পারে এবং এটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement