ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৮:৪০
ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ভোরে অনুষ্ঠিত এই ম্যারানে প্রচণ্ড শীত আর ঘণ কুয়াশা উপেক্ষা করে চার শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
‘শারীরিক ও মানসিক সুস্থ্যতাকে চারপাশে ছড়িয়ে দিতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থতার জন্যই দৌড় এবং মাদকমুক্ত জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে নারী-পুরুষ, শিশু এবং দুইজন বিদেশী নাগরিকসহ চার শতাধিক দৌড়বিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু করেন। শেষ হয় বিজয়নগরের মনিপুর থেকে শিমরাইলকান্দি ব্রিজে এসে।
নতুন প্রজন্ম শুধুমাত্র ক্রিকেট, ফুটবল উন্মাদনার সাথে পরিচিত। ম্যারাথন হচ্ছে সুস্থ থাকার, নিরাপদ থাকার একটি আন্দোলন। সুস্থ্যতাকে চারপাশে ছড়িয়ে দিতে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটি গঠিত হয়। প্রতিযোগীতায় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ছিলেন ৩৫০ জন, নারী ৩০ এবং ২০ জন শিশু।
আয়োজকরা জানান, ২১ কিলোমিটারে ১১০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন ৫ কিলোমিটারে ৬৮জন এবং ২ কিলোমিটারে ২২ জন অংশ গ্রহণ করেন। শীতের সকালে এ ধরনের প্রতিযোগিতা উপভোগ করতে পেরে দর্শকরা খুবই উচ্ছ্বসিত। পরে বিজয়ীদের ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।