ফেনীতে সিআইপি সাখাওয়াতকে সংবর্ধনা
- ফেনী অফিস
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
সদ্য ঘোষিত সিআইপি ফেনীর এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শহরের সেফরন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএসআর মাসুদ রানা, ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদার, প্রবীণ সাংবাদিক আবু তাহের।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, বন্ধুর বন্ধন সভাপতি জিএম তাজউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, প্রধান শিক্ষক ফেরদৌস আরা শাহীন ও নুর মোহাম্মদ রেদোয়ান, ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশীদ, জেলা ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, রাজাপুর কলেজের সহকারি অধ্যাপক আবদুল হাইয়্যুম জুয়েল প্রমুখ।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ‘প্রবাসীদের বেশিভাগ রেমিটেন্স বৈধপথে আসে না। বৈধপথে টাকা পাঠালে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আলোকিত ফেনী ফাউন্ডেশন সংবর্ধনার আয়োজন করায় ধন্যবাদ জানাই। মানুষ স্বীকৃতি না পেলে ভালো কাজে উৎসাহি হয় না।’
পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেছেন, ‘ফেনীর অর্থনীতির চাকা সচল রয়েছে। ৫ আগস্টের পর ফেনী জেলার উন্নয়নের কাঙ্খিত অর্জন নানাভাবে দৃশ্যমান হচ্ছে। সংবর্ধনার মাধ্যমে সিআইপি হিসেবে তার দায়িত্ব বেড়ে গেছে। ফেনীর সামাজিক সংগঠনগুলো অনেক শক্তিশালী। সাংবাদিকতা, ব্যবসা-বানিজ্য সবক্ষেত্রে কিন্তু ফেনী অনন্য। এর মধ্যে রেমিটেন্সে ফেনী দেশের মধ্যে বেশ কয়েকটি জেলার মধ্যে অন্যতম। এ জেলায় ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ প্রবাসে থাকেন। প্রবাস থেকে পাঠানো রেমিটেন্সে দেশের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা