মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় শিশু নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ জানুয়ারি ২০২৫, ২২:৩৬
চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মো: তানভীর হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাগরিবের নামাজের পর উপজেলার বড়তাকিয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া বদিউল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে ঘরে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশু তানভীর মারা যায়। এ সড়কে দ্রুত গাড়ি চলাচলের কারণে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
মিরসরাই থানার উপ-পরিদর্শক নিউটন দাশ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। নিহত শিশু তানভীর রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়।’