‘কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে’
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০২ জানুয়ারি ২০২৫, ২১:৫৩
কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর ছাদেক বলেছেন, ‘পরিকল্পনা কাজের অর্ধেক। একটি ভালো ও বাস্তব সম্মত পরিকল্পনা সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমরা সেবার মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে চাই।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা জামায়াতের স্থানীয় কার্যালয়ে উপজেলা আমির ও সেক্রেটারি দায়িত্বশীলদের নিয়ে পরিকল্পনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: মনছুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর ছাদেক। এ সময় জেলা কর্মপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জাফর সাদেক বলেন, ‘পরিকল্পনা অনুসারে কাজ করে আগামী দিনে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের তৃণমূল পর্যায়ে নিবিড় তত্ত্বাবধান ও পরিচর্যার মাধ্যমে কাজ করে যেতে হবে।’
এ সময় সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘রাঙ্গামাটির প্রত্যেকটি পরিবারে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়াই হবে আগামী দিনের কাজ।’