০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

লোহাগাড়ায় অভিনব প্রতারণা, চক্রের ৪ সদস্য আটক

লোহাগাড়ায় প্রতারণা চক্রের ৪ সদস্য আটক - ছবি : নয়া দিগন্ত

প্রথমে ফেরিওয়ালার বেশে এলাকায় ঢোকে তারা। তারপর কয়েকজন ক্রেতার সাথে সম্পর্ক গড়ে তোলে। তারা খোঁজ করে বিদেশগামী যাত্রীদের। এরপর নিজেদের কাছে সৌদি রিয়াল, ইউরো, মার্কিন ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা আছে বলে জানায়। বৈদেশিক মুদ্রা দেয়ার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নেয় এই চক্র।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এমন এক সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সদস্যকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। পরে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

চক্রের সদস্যরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার মো: সরোয়ার (৫৪), সোহেল বেগ (৩০), কামাল শেখ (৩৪) ও শওকত খান (৬০)। গত বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি গোলাম আলী সিকদার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার তৌহিদুর রহমান (৪২) নামের একজনের পরিবারের সাথে আলাপ ও পরিচয় গড়ে তোলেন ছদ্মবেশী ফেরিওয়ালা মো: সরোয়ার। তৌহিদুরের মা-বাবা দু’জনেই ওমরাহ করতে সৌদি আরবে যাবেন একথা জানার পর সরোয়ার জানান, তার কাছে সৌদি রিয়াল আছে। বাংলাদেশী টাকার বিনিময়ে সৌদি রিয়াল দিবে বলে গত মঙ্গলবার বিকেলে তৌহিদুরকে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে ডাকেন সরোয়ার। এরপর তৌহিদুরের কাছ থেকে কৌশলে পাঁচ লাখ টাকা হাতিয়ে সরে পড়েন তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার পরপরই তৌহিদুর রহমান পুলিশের কাছে অভিযোগ করেন। তারপর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারকদের অবস্থান শনাক্ত করা হয়। স্থানীয়দের সহায়তায় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৪ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তৌহিদুর গ্রেফতার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি প্রতারণার মামলা করেন।’


আরো সংবাদ



premium cement