০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কুমিল্লায় বিবির বাজার সীমান্ত থেকে লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে কাজী ছবির (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মীর সিরাজুল ইসলামের নেতৃত্বে তার লাশ উদ্ধার করা হয়।

কাজী ছবির আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মরহুম কাজী নজির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, নিহত ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং মাঝে মধ্যে নেশা করতেন।

নিহতের বড় ভাই কাজী জহির বলেন, ‘ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রাতে ঘুরে বেড়াতেন। বুধবার রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার লোক মাধ্যমে খবর পেয়ে সীমান্ত এলাকার গোমতী নদীর পাড়ে তার লাশ দেখতে পায়।’

চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান, ‘নিহত ছবিরের শরীরে আঘাতের চিহ্ন ছিল। রাতের যে কোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement