০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

উখিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে আবদুর রহমান (১৮) ও লিটন গাজী (১৮) নামে দু’জন যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার উখিয়া বালুখালী ঢালার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান ও সাতক্ষীরার খলিশখালী গ্রামের আনিছ গাজীর ছেলে লিটন গাজী বলে জানা গেছে।

জানা গেছে, দুর্ঘটনার পর খবর পেয়ে উখিয়া শাহপরী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি জব্দ করে।

শাহপরীর হাইওয়ে পুলিশের (ওসি) মাহাবুব আলম জানান, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement