০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

রাঙ্গামাটির লংগদুতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে লংগদুর কিচিং ছড়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহতের পরনে সেনা পোষাক পড়া ছিল বলে জানা গেছে।

এছাড়া স্থানীয়রা তাকে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী হিসেবে বললেও তা কেউ নিশ্চিত করেনি।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছি।’

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement