ঈদগাঁওতে মাইক্রোবাসের চাপায় নিহত ১
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৪০
কক্সবাজারের ঈদগাঁওতে মাইক্রোবাসের চাপায় মো: আরমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার নাপিতখালী সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো: আরমান পাশের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির ছেলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের একটি টিম। দুর্ঘটনাস্থল থেকে দূরে মোটরসাইকেলসহ লাশের সন্ধান পাওয়া যায়। লাশ মর্গে পাঠানো হয়েছে। মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।’
এদিকে আহত মোটরসাইকেলের চালকের পরিচয় জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
একই দিনে সকাল ১১টায় খুটাখালী গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে নিহতের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।