লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ০১ জানুয়ারি ২০২৫, ২১:২৯
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নাহিদ (১৭) নামে সংগঠনটির এক ছাত্রনেতা নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেল চাপায় মো: রাশিদুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধও নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার হাফিজিয়া মাদরাসা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার সাহেবের হাট ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে নিশ্চিত করেছেন কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসাইন। তিনি বলেন, ‘ছাত্রদল নেতা নাহিদের মৃত্যুর খবর পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান হাসপাতালে গেছেন।’
নিহত রাশিদুজ্জামান জামালপুর থেকে কমলনগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নাহিদ। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাশিদুজ্জামান নামের এক পথচারীকে চাপা দেন দিনি। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। পরে রাশিদুজ্জামানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, নাহিদের রুহের মাগফেরাত কামনা করে কমলনগরে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দোয়ার আয়োজন করা হবে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, কমলনগরে দুর্ঘটনা এক বৃদ্ধের লাশ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার লাশ মর্গে রাখা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ময়নাতদন্ত ছাড়া পরিবার লাশ নেয়ার জন্য আবেদন করেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা