ব্রাহ্মণবাড়িয়ায় এক বছরে মাদকসহ ১৪৭ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
- নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ০১ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে ২০২৪ সালে মাদকসহ ১৪৭ কোটি টাকার বিপুল পরিমান ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে। আটক করেছে ৮৬ জন চোরাচালানীকে। বুধবার (১ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সুলতানপুর ৬০ বিজিবি।
৬০ বিজিবি জানায়, সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও আদর্শ সীমান্ত এলাকা থেকে এসব মাদক ও চোরাই পণ্য উদ্ধার করে।
উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে হুইস্কি ১০ হাজার ৭৭১ বোতল, বিয়ার ১ হাজার ৭০৮ পিস, ইস্কাফ সিরাপ ৩ হাজার ৯১৩ বোতল, গাঁজা ৩ হাজার ৯২০ দশমিক ৯ কেজি, ফেন্সিডিল ৩ হাজার ৪১৪ বোতল, ইয়াবা ৪৬ হাজার ৬৮ পিস, বিভিন্ন প্রকার শাড়ি ১৭ হাজার ১৬৬ পিস, গরু ৩৩৩টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ১ হাজার ৯৪৮টি, মোবাইল ফোনের ডিসপ্লে ৪৫ হাজার ৪০টি, বাসমতি চাল ৩৭ হাজার ৩১৮ দশমিক ৫ কেজি, চিনি ১০ লাখ ৯৫ হাজার ৬৭০ দশমিক ৫ কেজি, নেহা মেহেদী ২ লাখ ১৫ হাজার ৮১৫ পিস, জিরা ১ হাজার ৫৬২ কেজি, বিভিন্ন প্রকার চকলেট ১ লাখ ১৭ হাজার ৯৯৮ পিস, বিভিন্ন প্রকার তালা ১৪ হাজার ২৩৪ পিস, বিভিন্ন প্রকার বাঁজি ৬৩ লাখ ৯০ হাজার ৯ পিস।
এছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ওষুধ সামগ্রী, বিভিন্ন প্রকার কাপড় সামগ্রী, কসমেটিক্স সামগ্রী, খাদ্য সামগ্রী, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি পণ্য উদ্ধার করে বিজিবি সদস্যরা।
ভারতীয় এসব মাদক ও পণ্য উদ্ধারের পাশাপাশি এ সময়ে ৮৬ জন মাদক কারবারী ও পণ্য চোরাচালানী আটক করে বিজিবি। উদ্ধারকৃত মাদক ও চোরাইপণ্যের মূল্য ধরা হয়েছে ১৪৬ কোটি ৯৪ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি সফলতা অর্জন করেছে। ২০২৫ সালে এই সাফল্যের ধারা অব্যহত রাখতে বিজিবি অঙ্গীকার ব্যক্ত করেছে।
সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির চলমান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতাও অব্যহত থাকবে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা