০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন : ওয়াদুদ ভুইঁয়া

- ছবি : নয়া দিগন্ত

সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট লাগবে। আর নির্বাচন হলো একমাত্র জনগণের ম্যান্ডেট পাওয়ার অবলম্বন মন্তব্য করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অনুরোধ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইঁয়া।

বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভুইঁয়া বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রদল। আন্দোলনে কৌশল অবলম্বন করে ছাত্রদলের ব্যানার ব্যবহার করা হয়নি। আর এখন শহীদ মিনারে ঘোষণা দেয়া হয় রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন হবে। কে দিয়েছে তাদের এ ম্যান্ডেট?

বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ছিল। সরকারি বাহিনীও তাদের হয়ে কাজ করেছে। আপনাদের তো কিছুই নেই, কী পরিণতি হবে আপনাদের? সংস্কারের নামে সময় ক্ষেপণ বন্ধ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

ছাত্র সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ছাত্র সমাবেশে জেলার নয়টি উপজেলা, তিনটি পৌরসভা ও আটটি কলেজ ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়কসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement