০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬
`

কক্সবাজার সৈকতে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো পর্যটক

বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো পর্যটক - ছবি : নয়া দিগন্ত

বিকেল পৌঁনে ৫টা। পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে নিস্তেজ হওয়ার পথে সূর্য। বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে জড়ো হয়েছিলেন অন্তত ৫০ হাজার পর্যটক। সবার নজর সূর্যের দিকে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ধারণ করছেন ভিডিও চিত্র। এমনই এক আনন্দময় পরিবেশে সূর্যাস্ত দেখতে দেখতে হাত নেড়ে বর্ষবিদায় জানালেন লাখো পর্যটক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টের পাশাপাশি সুগন্ধা, দরিয়ানগর, হিমছড়ি, প্যাঁচারদ্বীপ, ইনানী, পাটোয়ারটেক, টেকনাফ এবং সেন্টমার্টিন সৈকতেও পুরোনো বছরের শেষ সূর্যকে বিদায় জানান বিপুলসংখ্যক পর্যটক। কেউ প্যারাসেইলিংয়ের মাধ্যমে ২০২৪ সালের শেষ সূর্যাস্ত উপভোগ করেন।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে স্ত্রী-সন্তানকে নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে বছরের শেষ সূর্যাস্ত দেখছিলেন ঢাকার মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী ফজলে ওমর। জানালেন তাদের ভালো লাগার কথা।

কলাতলী সৈকতঘেঁষা পরিবেশবান্ধব রেস্তোরা প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে প্রতিবছরের মতো এবারো বর্ষ বিদায়ের দিনে এক লাখ টাকার বেশি রকমারি খাবার বিক্রি হয়েছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ ও বেসরকারি প্রতিষ্ঠান সী সেফ লাইফগার্ড কর্মীরা জানান, বছরের শেষ সূর্যাস্ত দেখতে প্রতি বছর সৈকতে অন্তত তিন লাখ পর্যটকের সমাগম ঘটে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান জানান, সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানিয়েছেন লাখো মানুষ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিলেটে ট্রাকচাপায় কিশোর নিহত ভেনেজুয়েলা নির্বাসিত বিরোধী প্রার্থীকে ধরতে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা জামায়াত সবাইকে সাথে নিয়ে ইনসাফভিত্তিক দেশ গড়তে চায় : এস এম লুৎফুর রহমান শেখ হাসিনাকে নিয়ে ‘হাটে হাঁড়ি’ ভাঙলেন সোহেল তাজ সিলেটে ছাত্র-জনতার উপর হামলায় সাবেক মেয়রসহ ৬৩ জনের নামে মামলা সিরিয়ায় পৌঁছেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, পথে জার্মান বেয়ারবক যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল ডেঙ্গুতে আরো একটি মুত্যুশূন্য দিন, হাসপাতালে ২৩ কুয়াশায় দুর্ঘটনা এড়াতে যেসব নির্দেশনা দিলো রেলওয়ে ড. মাসুদের অনুরোধে পটুয়াখালীর মাহফিলে থাকবেন আজহারী নতুন বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সেলিম উদ্দিন

সকল