০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬
`

পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের জন্য আলাদা কমিশন প্রয়োজন : ড. তোফায়েল

খাগড়াছড়িতে বক্তব্য দিচ্ছেন ড. তোফায়েল আহমেদ - ছবি : নয়া দিগন্ত

পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানের জন্য আলাদা কমিশন প্রয়োজন মন্তব্য করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ বলেছেন, ‘পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ভিন্ন। এখানে শান্তি চুক্তি রয়েছে, প্রথাগত আইন রয়েছে।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কারবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. তোফায়েল আহমেদ বলেন, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দ যতটুকু এসেছে তা যথাযথভাবে খরচ করা হয়নি। এর পরিবর্তন প্রয়োজন। কেউ বিশেষ একটা সুবিধা নিয়ে অন্যায় করবে, নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করবেন, অথচ সে শিক্ষক স্কুলে পড়াতে পারে না এভাবে চলতে পানে না। এ অঞ্চলে অনেক সম্ভাবনা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখলে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের উন্নয়ন হবে। পাহাড়ে অনেক উন্নয়ন হয়েছে। তবে আমাদের মন-মানসিকতার উন্নয়ন হয়নি।’

তিনি বলেন, ‘খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হবে। স্থানীয় সরকার পরিষদগুলোর কাঠামো, আইন একই হওয়া উচিত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন একই দিনে হওয়া দরকার। তবে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন জাতীয় সরকারের নির্বাচনের পর হওয়া উচিত।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও এবং বিভিন্ন অংশীজনরা বক্তব্য দেন।

ড. তোফায়েল আহমেদ বলেন, ‘পাহাড়ে প্রথাগত ব্যবস্থা থাকায় এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা বাস্তবতার নিরিখে চিহ্নিত করে আমাদের এগোতে হবে। এখানকার জাতিগত ও জীবন-জীবিকাসহ হেডম্যান কারবারী মং সার্কেল প্রথা রয়েছে সেসব বিষয়গুলো সামনে রেখে সমস্যা চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।’

সভায় কমিশনের সাতজন সদস্যসহ খাগড়াছড়ি মং সার্কেলের চিফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ, মো: সহিদুল ইসলাম সুমন, দীঘিনালার মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইউসুফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংগঠনিক সম্পাদক দিদারুলসহ জেলার রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement