ঐক্যমতে পৌঁছালে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন সম্ভব : তোফায়েল আহম্মেদ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০৪
ঐক্যমতে পৌঁছালে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন সম্ভব মন্তব্য করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার পক্ষে সবার মতামত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। বিষয়গুলো গুরুত্ব বিবেচনা করে কমিশনে জমা দেয়া হবে।’
সোমবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সন্ধ্যার দিকে রাঙ্গামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাষীশ রায়সহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ জানান, ‘পার্বত্য জেলা পরিষদগুলো অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান। ১৯৮৯-এর পর থেকে দীর্ঘ সময় পরিষদগুলোর কোনো নির্বাচন হয়নি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠাগুলো বৈধতা হারাবে।’