০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

পটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার আহত সামশুলের মৃত্যু

সামশুল আলম - ছবি : নয়া দিগন্ত

পটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার আহত সামশুল আলম (৪০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চমেক হাসপাতালে নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২১ ডিসেম্বর পটিয়ার পূর্ব হাইদগাঁও গ্রামের ভাঙ্গাপুল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার পটিয়া থানায় ওই দিনই একটি মামলা করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নুর নয়া দিগন্তকে বলেন, ‘ওই ঘটনার পর মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’

জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে সামশুল ঘর থেকে বের হয়ে পটিয়া পৌরসভা এলাকায় বাজারে যাচ্ছিলেন। পথে হাইদগাঁও ভাঙাপুল এলাকায় পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় সন্ত্রাসীরা তার উপর লোহার বড় হাতল ও কিরিচ দিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও কিরিচের আঘাতে তার মাথা থেতলে যায়। পরে এলাকাবাসী তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement
গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ লোহাগাড়ায় অভিনব প্রতারণা, চক্রের ৪ সদস্য আটক এস আলমের অবৈধ নিয়োগ দেয়া ৫৭৯ কর্মকর্তাকে বহিষ্কার নিয়ে এসআইবিএলের ব্যাখ্যা ‘জনবান্ধব প্রশাসন গড়তে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে হবে’ জাতিকে আর কোনো ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দেব না : আযম খান ২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ কুমিল্লায় বিবির বাজার সীমান্ত থেকে লাশ উদ্ধার পানিতে ডুবে মুসলিম বালকের মৃত্যুর ভিডিও ইসলাম ধর্মে ধর্মান্তরিত না হওয়ায় হত্যা দাবিতে প্রচার ২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করায় নিন্দা

সকল