০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

‘প্রেমের টানে’ ইউক্রেনের যুবক এলো ব্রাহ্মণবাড়িয়ায়

অ্যান্দ্রো প্রকিপ ও বৃষ্টি আক্তার - ছবি : নয়া দিগন্ত

দূর দেশের প্রেমে বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের পথও। দু’বছরের প্রেমের সম্পর্কটা পৌঁছে গেছে হৃদয়ের গভীর থেকে আরো গভীরে। এই মধুর সম্পর্কে অন্তরায় হয়ে ওঠেনি কারো ধর্ম। মেসেঞ্জার থেকে পরিচয় হয়ে বন্ধন হয়ে ওঠলো প্রেমের। ওই প্রেমের তরী বাইতে গিয়ে অবশেষে আবদ্ধ হলেন বিয়েতে।

খ্রিস্ট ধর্মের অনুসারী অ্যান্দ্রো প্রকিপ ইউক্রেনের নাগরিক। বৃষ্টি আক্তারকে ভালোবেসে গ্রহণ করলেন ইসলাম ধর্ম। নিজের নাম বদলে রাখলেন মোহাম্মদ। বিয়ে করেছেন বৃষ্টিকে। স্বামীর সাথে নাম মিলিয়ে বৃষ্টিও নাম পরিবর্তন করে রাখলেন বৃষ্টি প্রকিপ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালাছড়া গ্রামে দেখা মিলে বৃষ্টি ও প্রকিপের। কথা বলেন তাদের ভালোবাসা নিয়ে। জানালেন দু’জনের সম্পর্ক থেকে বিয়ে করতে পেরে তারা খুশি। সবার কাছে দোয়া প্রত্যাশী এই নবদম্পতি।

কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। তিনি এসএসসি পাস করেছেন। জানেন কিছুটা ইংরেজিও। বছর দু’য়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। সেই থেকে তাদের আলাপের মাধ্যমে শুরু হয় প্রেমের যাত্রা। এরপর প্রেমের টানে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে।

বৃষ্টি জানান, ‘প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমি তার সাথে চলে যেতে প্রক্রিয়া শেষ করছি।’

এ বিষয়ে প্রকিপ জানায়, ‘তার বিয়ে করা দরকার। প্রয়োজনে সে মুসলিম হবে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে অনেক খুশি। বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলে জানান প্রকিপ।’

ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, ‘প্রেম থেকে বিয়ে হওয়ায় তারা অনেক খুশি। এ দম্পতিকে দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসছে।’


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল