০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

পর্যটকে মুখর রাঙ্গামাটি

বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে - ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের আগমনে মুখরিত পাহাড় আর কাপ্তাই লেক ঘেরা পর্যটন শহর রাঙ্গামাটি। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে চারিদিকে শুধু মানুষ আর মানুষ, রিসোর্ট ও হোটেলে কোথাও খালি নেই সিট। সময় কাটাতে সবাই গ্রুপ করে ও পরিবার নিয়ে ছুটে আসছেন রাঙ্গামাটিতে।

পুরনো বছরকে বিদায়, আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত রাঙ্গামাটি। শীতকালীন ছুটি চলছে। এবারের ছুটিতে পর্যটকে পরিপূর্ণ হয়ে গেছে রাঙ্গামাটি। হোটেল মোলেট ও রির্সোট গুলোতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বুকিং আছে।

শীতের এ সময়ে ২৫ ডিসেম্বর বড়দিনের বন্ধ থেকে শুরু করে এ বছরের শেষ সময় পর্যন্ত রাঙ্গামাটির পর্যটনের সবগুলো পয়েন্টে পর্যটকদের আগমন ঘটেছে।

ইতোমধ্যে পর্যটকরা রাঙ্গামাটি আসতে শুরু করেছেন। যারা আগেভাগে আসছেন তারা বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরছেন। আবার কাপ্তাই হ্রদ ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। পর্যটনের ঝুলন্ত ব্রীজ, পলওয়েল ইকো পার্ক, বার্গী লেক রাঙ্গাদ্বীপ ও মায়াবি রিসোর্ট পয়েন্টে ভিড় করেছে পর্যটকরা। এছাড়া কাপ্তাই বিলাইছড়ি সুবলং ও সাজেকের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় পড়েছে।

পর্যটকরা রাঙ্গামাটি আসতে শুরু করায় রির্সোট, হোটেল রেস্টুরেন্ট, উপজাতীয় টেক্সটাইল ও নৌযানের ব্যবসা বানিজ্য ভালো হচ্ছে। উপজাতীয় টেক্সটাইলের বিক্রয় কেন্দ্রে বেচাকেনা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, এখন পর্যটক আসতে থাকায় বেচাকেনা বেড়েছে। তিন মাসের পর্যটন মৌসুম এখন চলছে। বিক্রি অনেক গুণ বেড়েছে।

এবার অন্য বছরের চেয়ে বেশি পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শহরের হোটেল-মোটেল, রিসোর্ট এর সব কক্ষ বুকিং হয়ে গেছে।

রাঙ্গামটি পর্যটন হলিডে কমপ্লেক্স বাণিজ্যিক কর্মকর্তা ক্যাচিং মার্মা জানান, রাঙ্গামটি পর্যটন হলিডে কমপ্লেক্স মোটেলে ৯০ ভাগ বুকিং ইতোমধ্যে হয়ে আছে। চলতি মাসে পর্যটনের আয় বেড়েছে। আশা করা যাচ্ছে, চলতি মৌসুমে পর্যটনের আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এদিকে, পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে আগত পর্যটকদের জন্য নেয়া হয়েছে নিরাপত্তায় ব্যবস্থা । টুরিস্ট পুলিশের পাশাপাশি পুলিশের একাধিক টিম নিরাপত্তার জন্য কাজ করছে।


আরো সংবাদ



premium cement