মোটরসাইকেলে এসে কৃষককে গুলি
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আব্দুল মতিন (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন।
সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মতিন উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা গেছে, আব্দুল মতিন ও তার প্রতিবেশী শুভন ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে এসে দুই অস্ত্রধারীরা গুলি শুরু করে। এতে আব্দুল মতিন পেটে গুলিবিদ্ধ হলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিযে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা