‘খুব শিগগিরই দেশে কুরআনের বিপ্লব হবে’
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:২০
দেশে খুব শিগগিরই কুরআনের বিপ্লব হবে। সেই বিপ্লব কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার আমির অধ্যাপক আব্দুল আলীম।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াতে ইসলামী দুনিয়ার জন্য কাজ করে না। সমাজে ন্যায়-নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার নায়েবে আমির মাওলানা মো: জাহাঙ্গীর আলম বলেন, অন্যায়-অবিচার করার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব ধ্বংস হয়েছিল। হাসিনা ক্ষমতায় এসে ৭২ জন সেনা অফিসারকে পরিকল্পনা করে হত্যা করেছিল। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আলেম-ওলামাদের হত্যা করেছিল।
জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার সেক্রেটারি মো: মনছুরুল হক বলেন, হাসিনা ভোটবিহীন অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছিল। শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। দেশে দুর্নীতি ও লোটপাট চালিয়েছিল। একই কারণে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।
জামায়াতে ইসলামী ভাসান্যাদম ইউনিয়ন শাখার আমির মো: আলাউদ্দীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আমির মাওলানা মো: নাছির উদ্দীন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মো: শিহাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মঞ্জুরুল হক, বগাচত্তর ইউনিয়নের আমির ডা. মো: ছিদ্দিকুর রহমান খোকন এবং জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ছাত্রনেতা আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্র আমান উল্লাহ আমানকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ ৩০ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা