০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

সাবেক এমপি নদভী ও বিপ্লব বড়ুয়াসহ ৪৪৮ জনের নামে মামলা

সাবেক এমপি নদভী ও বিপ্লব বড়ুয়া - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ ১৯৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মো: সৈয়দুজ জামান এ মামলা করেন।

এ মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের ২০০ থেকে ২৫০ নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরের দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা হয়ে কেরানীহাট গোলচত্বর এলাকায় পৌঁছায়। এ সময় মামলায় উল্লিখিত আসামিদের অর্থায়ন, নির্দেশনা ও প্ররোচনায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা করেন। পরে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেন এবং ১০ থেকে ১২টি গাড়ি ভাঙচুর করেন। এ হামলায় মামলার বাদি জামায়াত-কর্মী মো: সৈয়দুজ জামান, ইউসুপ, আবদুল আজিজসহ আরো ২০ থেকে ২৫ জন আহত হয়েছিলেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, ‘শনিবার রাতে মো: সৈয়দুজ জামান নামের এক ব্যক্তি সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বিপ্লব বড়ুয়াসহ ১৯৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। কয়েক দিন আগে সাবেক এমপি নদভী ঢাকায় গ্রেফতার হয়ে আটক রয়েছেন। মামলাটি তদন্ত করে অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’


আরো সংবাদ



premium cement