চকরিয়ায় ডুলাহাজারা খালের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
চকরিয়ায় ডুলাহাজারা ইউনিয়নের খালে গোসল করতে নেমে তছলিমা জান্নাত (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে বালুরচর চরাখালে এ ঘটনা ঘটে।
তছলিমা ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালুচর দক্ষিণ ষোল হিস্যা এলাকার গিয়াস উদ্দিনের ময়ে। ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: খালেদ চৌধুরী স্কুলছাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে বাড়ির কাছাকাছি বগাছড়ি চড়াখালে তছলিমা জান্নাত গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে স্হানীয় লোকজন তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।