‘দেশের পর্যটনকেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে’
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮
দেশের পর্যটনকেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে মন্তব্য করে টুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা বলেছেন, ‘ডিসেম্বর ও জানুয়ারি মাসে বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোতে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম হয়ে থাকে। পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবে।’
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার পর্যটনশিল্পের সাথে জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘পর্যটনশিল্প একটি সম্ভাবনাময় খাত। বাংলাদেশের জিডিপিতে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে। পর্যটনের সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে জিডিপিতে এর অবদান আরো বাড়ানো সম্ভব। আমরা সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খাগড়াছড়িতে পর্যটনশিল্প বিকাশের অনেক সুযোগ রয়েছে। তা কাজে লাগিয়ে অর্থনীতিতে অবদান রাখতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।’
এর আগে বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার পর্যটনশিল্পের সাথে জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিদের নিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটনশিল্পের বিকাশ ও সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা।
এ সময় সভায় পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যটনকেন্দ্রগুলোতে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ বৃদ্ধি করাসহ এ অঞ্চলে বিদ্যমান পর্যটনশিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার, খাগড়াছড়ি বিআরটি পরিদর্শক মো: কায়সার আহমেদ, জিপ মালিক সমিতির সভাপতি মো: মফিজুর রহমান ও গণমাধ্যমকর্মীসহ জেলায় পর্যটনশিল্পের সাথে জড়িত প্রতিনিধিরা অংশ নেন।