০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

কুমিল্লায় বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ - নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ৪৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ৯টায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনে খারেরা বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৪৮ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ৪৩০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি জব্দ করে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement