ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জরুরি : শামসুল ইসলাম
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া মডার্ণ কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা ঘাপটি মেরে থেকে এই সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এরা সফল হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করে দিবে। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’
লোহাগাড়া উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুনির উদ্দিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহি উদ্দিনের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলার উপদেষ্টা ড. হেলাল উদ্দিন মো: নোমান, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা বদরুল হক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপদেষ্টা অধ্যাপক আবুল কালাম, উপদেষ্টা অধ্যাপক আবু তাহের, সহ-সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সিকদার, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আরিফুল হক, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করানো হয়।