৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১, ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গরুর গোস্তে রং মিশিয়ে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

- ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে রোগাক্রান্ত গরু জবাই করে গোস্তে রং মিশিয়ে বাজারে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে ব্যবসায়ী মনিরুজ্জামান মনা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোস্ত ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।

গোস্ত ব্যবসায়ী মনিরুজ্জামান মনা লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের বাসার আলীর ছেলে।

তিনি নিয়মিত মাইনী বাজারে গোস্ত বিক্রি করে আসছেন, বাজার কমিটি ও স্থানীয়রা জানায় এর আগেও তিনি ভোক্তাদের সাথে প্রতারণা করেছে।

লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, ওই ব্যবসায়ী এর আগেও অসুস্থ গরু জবাই করে গোস্ত ফ্রিজিং করে নষ্ট গোস্ত বিক্রি করেছে। পরে একটি অঙ্গীকারনামা দেন, এ রকম ভুল আর কখনো করবে না। কিন্তু তিনি আজ শনিবার বাজারের দিন সকালে আবারো একই কাজ করেছে, পরে সে দোষ স্বীকার করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে আর গোস্ত বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

একই সময় বাজারের বিভিন্ন মুদি মাল, কাঁচা বাজারেও বিভিন্ন ব্যবসায়ীকে অপরাধের ধরন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement