২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্যাসিস্ট হা‌সিনা ও তার দোসর‌দের বিচার ছাড়া কোনো নির্বাচন নয়

- ছবি - নয়া দিগন্ত

ফ‌্যা‌সিস্ট শেখ হা‌সিনা ও তার দোসরদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হ‌বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা।

তারা বলেন, শুধুমাত্র নির্বাচন আর ক্ষমতা বদ‌লের জন‌্য শত শত ছাত্র-জনতা আত্মত‌্যাগ ক‌রেননি। আওয়ামী লীগ ও তা‌দের দোসররা ছাড়া এদে‌শের সব মানুষ আন্দোল‌নে সমর্থন দি‌য়ে‌ছেন। ইতিহাস বিকৃ‌তির কোনো সু‌যোগ নেই।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ‌্যায় শহরের জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়ত‌নে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা ব‌লেন, এক‌টি অবাধ ও শা‌ন্তিপূর্ণ নির্বাচ‌নের মাধ‌্যমে জনগ‌ণের সরকার প্রতিষ্ঠা করা হ‌বে। ওই নির্বাচ‌নে জাতীয় নাগ‌রিক ক‌মি‌টিও অংশ নেবে বলেও তারা উল্লেখ করেন।

এ সময় তারা আরো বলেন, এখন সারা‌দে‌শে উপ‌জেলা পর্যা‌য়ে ক‌মি‌টি গঠন চল‌ছে। আগা‌মী ফেব্রুয়ারি‌তে সব শ্রেণি-পেশার প্রতি‌নি‌ধি নি‌য়ে জেলা পর্যা‌য়ে ক‌মি‌টি‌ গঠন করা হ‌বে।

ফেনী সদর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মামুন ও মনসুর আব্দুল্লাহ।

সদর প্রতিনিধি ওবায়দুল হক রনি ও ফখরুদ্দিন শাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন সুজন-সুশাস‌নের জন‌্য নাগ‌রিক ফেনী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হো‌সেন, শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের বাবা নেসার আহমদ, শহীদ বোরহান উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার, ফেনী সদর প্রতিনিধি হাফিজ আহমেদ মিলন, দাগনভূঞা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ ও গাজী সালাউদ্দিন, সহ-সমন্বয়ক সালমান হোসেন, সোনাগাজী প্রতিনিধি কাওসার মাহমুদ মুন্না সূজা উদ্দিন সজিব, আবুল হোসেন, পরশুরাম প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর প্রতিনিধি শাহ ওয়ালী উল্লাহ মানিক প্রমুখ।


আরো সংবাদ



premium cement