২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোন ও সিএনজি জব্দ

- ছবি - নয়া দিগন্ত

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন শংকুচাইল বিওপির চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী পাচোড়া এলাকা থেকে কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মোবাইল ফোন এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার অন্তর্গত সংকুচাইল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২০৬৩/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচোড়া নামক স্থান থেকে এক কোটি ২৪ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ২৯৩টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন ও একটি সিএনজি জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি বলেন, ‘সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।


আরো সংবাদ



premium cement