নামাজ পড়ে ফেরার পথে গলা কেটে হত্যা
- নোয়াখালী অফিস
- ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮, আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৯
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে করিব নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা উপজেলার সুজায়েতপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার আলাইয়া ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মরহুম নুর নবীর ছেলে।
জানা গেছে, সাল্লি কবির সুজায়েতপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার সময় মুখোশ পরা একদল সন্ত্রাসী প্রথমে ফাঁকা গুলি চালায়। পরে আশপাশের মানুষ দূরে চলে গেলে সন্ত্রাসী সাল্লি কবিরকে গলা কেটে হত্যা করে চলে যায়।
নোয়াখালী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।’