২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইতিবাচক রাজনীতি সূচনা করতে চেষ্টা চালাচ্ছে জামায়াত : রেজাউল করিম

ড. মুহাম্মদ রেজাউল করিম - ছবি : নয়া দিগন্ত

জামায়াত নেতিবাচক রাজনীতির পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতি সূচনা করে দেশকে ক্ষুধা, দারিদ্র, অপশাসন, দুঃশাসন ও বৈষম্যমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপোষহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরে ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ‘আমাদের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্যপ্রতিষ্ঠানসহ অনেক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নেই বরং আমরা নিজেদের পকেটের টাকা খরচ করেই আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের দলীয় পদ নিয়ে কোনো মারামারি বা হট্টগোল হয় না বরং আমাদের সকল কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।’

তিনি বলেন, ‘মৌসুমী বায়ূর প্রভাবে সারাদেশেই শীতের প্রকোপ খানিকটা বেড়েছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। মূলত গণমানুষের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। আমরা গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছি। এতে কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।’

এ সময় তিনি বিপন্ন মানুষের কল্যাণে সরকারসহ সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

ইউনিয়ন আমির আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল ও চন্দ্রগঞ্জ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।


বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে : প্রধান উপদেষ্টা হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আমরা ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই ছুটিতে যারা ভেতরে ছিলেন তাদের দিকেই সন্দেহের তীর নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলদার থাকবে না ফ্যাসিবাদবিরোধী দলগুলোতে ঢোকার অপচেষ্টা আওয়ামী নেতাকর্মীদের বিমানে স্বর্ণ পাচার রোধে কঠোর হচ্ছে কাস্টমস গোয়েন্দা ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম : কমেছে আলু-পেঁয়াজের গাজায় হাসপাতালের কাছে ইসরাইলি হামলা : নিহত ৫০ ইয়েমেনে ইসরাইলি হামলা উদ্বেগজনক : জাতিসঙ্ঘ মহাসচিব চীন কেবল কৌশলগত অংশীদারই নয়, বন্ধুও : পররাষ্ট্র উপদেষ্টা

সকল