ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
- ফেনী অফিস
- ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ এবং এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা ও বালিগাঁও ইউনিয়নের বকশ বাজারে পৃথক অভিযান চালানো হয়।
এ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার নেতৃত্ব দেন।
সজীব তালুকদার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীয়ারা খামারপাড়া এলাকায় অবৈধভাবে মাটিকাটা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। এসময় অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি। জব্দ ট্রাকটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে রাখা হয়েছে।’
তিনি আরো জানান, ‘একই দিন বালিগাঁও ইউনিয়নের বকশ বাজার এলাকায় ফসলি জমির মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’