২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সমাজের অগ্রগতিতে আলেমদের ভূমিকা রাখতে হবে : কুবি ভিসি

- ছবি - নয়া দিগন্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেছেন, ‘আলেমদেরকে যুগের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। এখনকার যুবক-যুবতীরা সারা বিশ্বে কী হচ্ছে তা দেখতে পাচ্ছে। এ কারণে যারা বক্তা, যারা দ্বীনের জ্ঞান রাখেন আপনাদেরকে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। সমাজের যুবক যুবতীদেরকে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে সচেতন করতে হবে।’

আজ বুধবার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৭৫৭ সালে ইংরেজরা যখন এ দেশ দখল করে তখন ইসলামকে নিশ্চিহ্ন করার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। এরপর থেকে আলেমরা ছোট ছোট দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে লুকিয়ে, কখনোবা আলেমরা নিজেদের বাড়িতে দ্বীনি শিক্ষা বজায় রেখেছিলেন। আলেমরা গত ১৬ বছর চরম অত্যাচার সহ্য করেছেন।

ওই মাদরাসার ৭৫ বছর পূর্তি উৎসবে অংশ নেয় প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী কালাকচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অ্যাসোসিয়েশন এ পুনর্মিলনীর আয়োজন করেন।

পুনর্মিলনীয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ সোলায়মান। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের মূল স্পিরিট দেশে সততা, নিষ্ঠা ও বৈষম্যহীনতার মাধ্যমে একটি জাতি গঠন ও পরিচালনা করা। সে লক্ষ্যে এই মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্ররা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

কালাকচুয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের মো: সালাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া নাগাইশ দরবার শরীফের পীর হজরত মাওলানা মোশতাক ফয়েজী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, হাজী জসিম উদ্দিন, কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, ড. মো: মোবারক হোসেন।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে ২০ ইউনিট ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সকল