হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩
লক্ষ্মীপুরের রামগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মাদারিপুর জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জসিমউদ্দিন রামগঞ্জ পৌর সোনাপুর গ্রামের সেলিম আটিয়া বাড়ির মরহুম হারুন আটিয়ার ছেলে। এছাড়া তিনি নির্মাণ শ্রমিক লীগের রামগঞ্জ উপজেলা (একাংশ) শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
মনির আটিয়ার স্ত্রী তাছলিমা বেগম জানান, তার স্বামী মনির হোসেন আটিয়ার সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির আওয়ামী লীগ নেতা জসিম আটিয়া, নাসির আটিয়া ও কামাল আটিয়াদের বিরোধ ছিলো। গত ৫ আগস্ট রাতে আমার স্বামীর পথরোধ করে জসিম আটিয়াসহ পাঁচ থেকে সাতজন তার স্বামীকে মারধর করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত মনির আটিয়ার স্ত্রী তাছলিমা বেগম গত ১৪ আগষ্ট জসিমউদ্দিন, নাসিরউদ্দিন, কামাল হোসেন ও আবদুর রাজ্জাকসহ কয়েকজনের নামে হত্যা মামলা করেন। পরে আসামিরা পলাতক ছিলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, এটি একটি আলোচিত হত্যা মামলা। গোপন সংবাদের ভিত্তিতে মাদারিপুর জেলার জসিম উদ্দিনের শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা