২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

’সরকার প্রতি বছর ২০ হাজার কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে’

- ছবি - নয়া দিগন্ত

সরকার প্রতি বছর ২০ হাজার কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে। কিন্তু এই তেলের নামে আমরা কী খাচ্ছি। এগুলো খাঁটি সয়াবিন তেল না বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো: ছাইফুল ইসলাম।

বুধবার (২৫ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাদুল্ল্যাপুর ইউনিয়নে সুফি দরবারে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সবচেয়ে পুষ্টিকর ও নিরাপদ তেল খাওয়া যাবে নিজেরা তেলজাতীয় ফসল উৎপাদন করতে পারলে। সুতরাং পুষ্টি চাহিদা পূরণে তেলজাতীয় ফসল উৎপাদনে আমাদের সবাইকে আরো আগ্রহী হতে হবে।

তিনি বলেন, একটি মহলের সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তেলজাতীয় ফসল উৎপাদন কমেছে। কারণ তেলজাতীয় খাদ্য উৎপাদন হলে তেল ব্যবসায়ীদের আমদানি করা বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি চাহিদায় ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টি ও তেলজাতীয় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। তা না হলে আমরা দিন দিন অপুষ্টিতে ভুগতে থাকব।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আরো বলেন, আমাদের কৃষকরাই দেশের প্রধান উৎপাদন শক্তি। কৃষকরা যদি উৎপাদন না করত তাহলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম না। যেমন করোনার সময়ে সব শ্রেণী-পেশার মানুষই কর্ম থেকে দূরে ছিলেন। কিন্তু কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তারপরও করোনাকালে ৪০ ভাগ উৎপাদন কমে গিয়েছিল। তবে কৃষকদের অক্লান্ত পরিশ্রমে গত দুই বছরে ২০ ভাগ বেড়েছে। তাই কৃষক ভাইদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ডা. সাফাতেত আহম্মেদ সিদ্দিকী, সিকোট্যাক্স এগ্রো লিমিটেডের পরিচালক এ বি এম নাছির উদ্দীন সরকার, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: আবু তাহের প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন দেশকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে স্বৈরাচারের দোসররা : জামায়াত আমির ক্লাইমেট অ্যাকশনে অংশ নিতে নেপাল যাচ্ছেন লালমনিরহাটের ৩ শিক্ষার্থী গাজীপুরের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে : মোস্তফা জামাল সচিবালয়ে লাগা আগুন ১০ ঘণ্টা পর পুরোপুরি নিভল নিজেদের সাম্রাজ্য ফিরে পেতে প্রস্তুত ঢাকা মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, পালাল ১৫০০ বন্দী আশুলিয়ায় ছাত্র-জনতার লাশে আগুন : কনস্টেবল মুকুল কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত

সকল