২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ

- ছবি - নয়া দিগন্ত

দেশব্যাপী পরিচালিত নূরানী মাদরাসাগুলোর নূরানী তা’লীমুল কুরআন বোর্ড (তৃতীয় শ্রেণীর) কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রামের হাটহাজারী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দিন বোর্ড চেয়ারম্যান মুফতি খলিল আহমদ কাসেমির হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল তুলে দেন।

এবারের পরীক্ষায় ৩ হাজার ৫৭টি কেন্দ্রে ১০ হাজার ১৯৭টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৭ হাজার ৭১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশের হার ছিল ৯৭.৮৮ ভাগ। জিপিএ-৫.০০ পেয়েছে ৪৫ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।

বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা শহীদুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী কাসেমী।

এতে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী, বিশেষ অতিথি ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসীমুদ্দীন।

আরো অতিথি ছিলেন বোর্ডের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজী, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহনগরী, আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর মুহাম্মদ কাসেম এবং প্রশিক্ষক-পরিদর্শকগণের মধ্যে মাওলানা আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা নুরুল আবসার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement
আ. লীগ সাড়ে ১৫ বছর দেশের পরিবর্তে নিজেদেরকে সাজিয়েছে : জামায়াত আমির পুলিশ দেখলেই কলিজা কাঁপে শহীদ সোহেল রানার মায়ের সচিবালয়ে ক্রাইম সিন টিমের প্রবেশ কারো বাবা ডাক শুনলেই আমার সন্তানেরা ডুকরে কেঁদে ওঠে : শহীদ ফারুকের স্ত্রী অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ সিরিয়ায় অতর্কিত হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত শিরোপা ধরে রাখতে প্রস্তুত শক্তিশালী বরিশাল মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা হাউছিদের সচিবালয়ের আগুন নেভাতে এত সময় লাগল কেন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, এক গেট দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কাপ্তাইয়ে ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো ২ বন্ধুর লাশ

সকল